Europe
এই লেখা তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা স্বপ্ন দেখেন সঠিক পথে বিদেশে চাকরিসহ ভিসা নিয়ে যাবার এবং যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে যাবেন পার্ট টাইম চাকরিও করবেন এই আশায়।
দৃষ্টি আকর্ষণ করছি:
যারা বিভিন্ন কারণে এস.এস.সি বা সমমান পাস করার পর পড়াশোনা চালিয়ে যেতে পারেন নি, আই.ই.এল.টি.এস (আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি বা ইংরেজি দক্ষতার সার্টিফিকেট) স্কোর নেই বা অনেক বিষয়ে ঘাটতি আাছে। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই জেনে আসছি ইউরোপ সহ বিভিন্ন দেশে যেতে অনেক রকম নিয়ম ও কাগজপত্র লাগে। তাই লজ্জা বা ভয়ে বা সংকোচ মনে গোপনে যেকোনো মাধ্যমে বিদেশ যেতে চেষ্টা করছেন। নতুন করে আর কেউ যেনো ভুল পথে না এগোয় এবং ফাঁদে না পরেন, তাদের জন্যই এইলেখার মাধ্যমে সতর্কতার বার্তা। বিদেশমুখী মানুষগুলো বার বার প্রতারিত হচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন, এমনকি প্রাণ হারিয়েছেন অনেকেই।
Image credit Google: গেম মারা / টারজান ভিসা মরণ ফাঁদ
দীর্ঘ ১৮বছর ধরে প্রতিষ্ঠানটি চেষ্টা করে চলেছেন, দেশের মানুষকে সঠিক পথে Europe সহ বিভিন্ন দেশে কোন ঝুঁকি ঝামেলাবিহীন তাদের কাঙ্ক্ষিত দেশে পাঠানোর পথ দেখাতে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ তাদের স্বপ্নকে বাস্তবরুপে পেয়ে গেছেন। তাদের স্বপ্ন সত্যি করার চমৎকার একটা প্রতিষ্ঠান হতে পারে বাংলাদেশের একমাত্র এই “ল”ফার্মটি (ইমিগ্রেশন আইনজীবীগণের সমন্বয়ে গঠিত)।
সরকারসহ বিভিন্ন সংস্থা একাধিক প্রচারণায় চেষ্টা করছে মানুষ যাতে দুষ্কৃতকারী দালালদের ফাঁদে না পরেন। তারপরও প্রতিনিয়ত মানুষ বোকা বনে যাচ্ছেন, ফাঁদে পড়ছেন। সব হারিয়ে পরিবারসহ কঠিন সংকটে পড়ছেন। অনেকেই দালাল কর্তৃক দূর্গমপথ, সমুদ্র, পাহাড়, জঙ্গল দিয়ে দীর্ঘ সময় ধরে যাওয়ার চেষ্টাকালে অল্পবয়সে প্রাণ হারাচ্ছেন এবং দালাল কর্তৃক অপহৃত হয়ে অনেক টাকার বিনিময়ে দেশে ফেরত আসছেন, অনেকেই প্রাণও হারিয়েছেন।
Image credit Google: এই আধুনিক যুগে কেনো টারজান হতে হবে? এই মৃত্যুর জন্য দায়ী কে?
করোনা পরবর্তী সময় ও এইসব ঘঠনাবলীর কারণে এবং যারা যেতে পারছেন তারা যাওয়ার পর পালিয়ে অন্য দেশে যাবার চেষ্টায় যে সংকট তৈরি হয়েছে, সেই ফলশ্রুতিতে সবকিছুই এখন অনেকটা কঠিন হয়ে গেছে। দেশের কয়েকজন সম্মানিত ব্যারিষ্টার মহোদয়গণ এবং ইমিগ্রেশন আইনজীবীগণের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৮বছর ধরে দেশের এই বিদেশমুখী মানুষগুলোর জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন।
তাই পূর্বের ন্যায় দায়িত্ব বোধ থেকে নতুন করে গত দেড় মাসে সবদেশের প্রায় ১০০টির মতো কোম্পানিতে চাকরি সহ (ওয়ার্কপারমিট) ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভিজিট করেছেন। তাদের সফরের অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ের জন্য দেশগুলোর ভালো-মন্দ সুযোগ-সুবিধা এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলো সবার সুবিধার্থে ৫ পর্বের ধারাবাহিক লেখায় বিস্তারিত থাকবে।
এই সফর নিয়ে লিখেছেন; সম্মানিত ব্যারিষ্টার মহোদয়গণ, ইমিগ্রেশন আইনজীবীগণ এবং প্রতিষ্ঠানটির পক্ষে ব্যারিস্টার জুবায়ের আহমেদ স্যার।
স্বপ্ন যখন “ইউরোপ” এর পথে……..(১ম পর্ব)
1 Comment